ঘুষের দুই লাখ টাকাসহ নৌ অধিদপ্তরের শিপ সার্ভেয়ার আটক

0
517
ঘুষের দুই লাখ টাকাসহ নৌ অধিদপ্তরের শিপ সার্ভেয়ার আটক

খবর৭১ঃ

নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে ঘুষের দুই লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় তাঁর নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল তাকে হাতেনাতে আটক করে। দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ দল গঠন করা হয়। অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভেসংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা নেওয়ার সময় তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here