দুর্ঘটনায় সহপাঠী নিহত; বিচার দাবিতে ইসিবি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান

0
479
বিচার দাবিতে ইসিবি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান
ছবিঃ কালেরকণ্ঠ

খবর৭১ঃ

প্রজাপতি বাসের চাপায় সহপাঠী নিহতের বিচার দাবিতে ফের সড়কে নেমেছে শিক্ষার্থীরা। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে আজ ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে নাহার একাডেমির শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ছাত্ররা যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট (শনিবার) সন্ধ্যায়  মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here