খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে পুত্রের অসুস্থ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সাবিনা বেগম (৪৫) নামে ৫ সন্তানের জননী কীটনাশক পান, করে আত্মহত্যা করেছে।শনিবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খামাত পাড়া গ্রামের মনিরুলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রবিরার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে। রবিবার বিকেলে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান,মে. জুয়েল চৌধুরী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ওই এলাকার কৃষক মনিরুল ও সাবিনা দম্পতির তিন কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। এরমধ্যে বড় পুত্র দীর্ঘদিন ধরে পাইলস্ রোগে আক্রান্ত। সম্প্রতি একটি চিকিৎসা কেন্দ্রে পুত্রের পাইলস্ এর অস্ত্রোপচার করাতে গিয়ে চিকিৎসকের কাছে বাবা-মা জানতে পারেন পাইলসে টিউমার হয়েছে আর সেখানে ক্যান্সারের জীবানু রয়েছে। এ খবরে তার মা সাবিনা বেগম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরবর্তিতে পুত্রের রোগের বিষয়টি নিয়ে স্বাভাবিক হতে না পেরে শনিবার রাতে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে সে। পরে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন সাথে সাথে তাঁকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পাগলাপীর নামক স্থানে মারা যায় সে। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আবুল হাসনাত ও উপ- পরিদর্শক দিলীপ কুমার মৃতের বাড়ি গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।