শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন

0
485
শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন
সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক মো. আমজাদ হোসেন। ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক মো. আমজাদ হোসেনের এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাযায় শরিক হন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌরসভার প্যানেল মেয়র আতিকুল ইসলাম মিতুল, চেম্বার সভাপতি আছাদুজ্জামান রৌশন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ। জানাযার পূর্বে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়। হদরোগে আক্রান্ত হয়ে ৩১ আগস্ট শনিবার দুপুরে আমজাদ হোসেন মৃত্যুবরণ করেন।

তিঁনি রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামুলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপারধিদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিঁনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here