নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালী

0
1593
নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালী
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ ‘পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে ওই র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, এনডিসি আরিফ ফয়সাল খান, সহকারী কমিশনার অহনা জিন্নাত উপস্থিত ছিলেন। র‍্যালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলা স্কাউট, বিএনসিসি ও স্কুল-কলেজের শিক্ষার্থীগণ অংশ নেয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে ফের জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। জেলার অন্যান্য উপজেলাতেও অনুরোপ র‍্যালী বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here