বাবা হলেন পেসার রুবেল

0
1033
বাবা হলেন পেসার রুবেল
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রুবেলের স্ত্রী দোলা হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রুবেল।

নিজের ফেসবুক পেজে পুত্র সন্তানের ছবির সঙ্গে ক্যাপশনে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

এর আগে ১০ আগস্ট বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন রুবেল। স্ত্রীর সঙ্গে একটি ছবি আপলোড করে রুবেল ওই স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’

রুবেল আরো লিখেন, ‘সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্‌ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

প্রসঙ্গত নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে রুবেল। যে কারণে তাকে আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ কিংবা একমাত্র টেস্টে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে ডানহাতি এ পেসারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here