খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্ত এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিল সহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার (১ সেপ্টেম্বর) ভোররাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীন নাগরভিটা বিওপি এবং ভারতের ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের নারগাঁও ক্যাম্পের সীমান্ত পিলার ৩৭৬/২-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ভারত হতে বাংলাদেশে আসার সময় নারগাঁও ক্যাম্পের টহল দল ২০০ বোতল ফেন্সিডিল সহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন – বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর ৪নং কলোনী বস্তি এলাকার মোঃ আলম এর ছেলে মোঃ আঃ হাকিম (২২) ও একই এলাকার ধুলিয়া গ্রামের তেফে উদ্দিনের ছেলে মোঃ সাইদ (২৩)। বিজিবি কর্তৃক আটক ব্যক্তিদের ফেরত আনার চেষ্টা করলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের আজ ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক মোহাম্মদ রাজ মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।