খবর৭১ঃ
তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ সিলেটের সৃমদ্ধশালি উপজেলা বিয়ানীবাজারের সন্তানেরা বিদেশের মাটিতেও দেশের মুখ উজ্জল করছেন। তাদের আরো এগিয়ে দিতে সকলের এগিয়ে আসতে হবে। সংযুক্ত আরব আমিরাতে বিয়ানীবাজার জণকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনীতে এসব বলেছেন বক্তারা। বৃহস্পতিবার শারজাহের বাংলাদেশ সমিতি মিলনায়তনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক জি, এম, জায়গিরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম, এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক সি আইপি বদরুল ইসলাম চৌধুরী, আল আইন থেকে আগত সংগঠক ওয়াহেদুজ্জামান বাবুল ও ছালেহ আহমদ সহ আরো অনেকে।
সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি আলী যাকের সিদ্দিকী, সহ সভাপতি ফয়সল আহমদ, আব্দুল মুকিত মছনু, যুগ্ম সম্পাদক আফজাল সাদেকিন আপলু, শাহ্ জাহান আহমেদ, অর্থ সম্পাদক জামান ফখরুল, সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন, আমিনুল হাসান খান, হোসাইন মাহমুদ আলতাফ, আরিফ শাহাদৎ রাজন, ক্রীড়া সম্পাদক শেখ রাসেল ও রোমান আহমদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিয়ানীবাজার বিষয়ক প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পুরুষ ও মহিলাদের নানা দেশীয় খেলাধুলা ও বাচ্চাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছিলো উপভোগ্য। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।