আসামে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন:পররাষ্ট্রমন্ত্রী

0
454
আসামে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন:পররাষ্ট্রমন্ত্রী

খবর৭১ঃ পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, আসামের নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন। তিনি শনিবার ভারতের নিউজ চ্যানেল টাইমস নাউকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। ভারতের সর্বশেষ প্রকাশিত নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ ৭০ হাজার বাদ পড়েছেন।

মোমেন তার প্রতিক্রিয়ায় জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর তাকে বলেছেন যে, এ বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে তার প্রভাব পড়বে না।

নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকেরা বাংলাদেশি কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমি এটা মনে করি না। যদি কোনো বাংলাদেশি থেকেও থাকেন তারা ১৯৪৭ সালের কিংবা ১৯৭১ সালের পূর্বে সেখানে গেছেন। ফলে তারা বছরের পর বছর ধরে সেখানে বাস করছেন। আমি তাদের বাংলাদেশি বলে মনে করি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here