কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

0
593
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, একটি নতুন মোটরসাইকেলে করে সেনা সদস্য হাবিবুর রহমান যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছালে একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে সেনা সদস্যের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে থাকা আইডি কার্ডে নাম হাবিবুর রহমান, আইডি নং আর্টি ৯১৮০৭৪, সেনা নং ১২৩৩২৯১ লেখা আছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীদের খবর দেয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here