টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল

0
521
বিমান ভাড়া, এসি বাস পাবেন ঘরোয়া ক্রিকেটাররা

খবর৭১ঃ লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের একটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী অক্টোবরের শেষের দিকে এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ছেলে ও মেয়েদের মিলিয়ে এ বছর এটা পাকিস্তানে তৃতীয় আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। জানুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগামী মাসে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা।

গত বছর পাকিস্তান নারী দল বাংলাদেশে এসে চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে সিরিজ খেলে গেছে। যত দূর জানা গেছে, তারই ফিরতি সফর হিসেবে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল।

২৬, ২৮ ও ৩০ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here