ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের উপর দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকালে হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে হরিপুর উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, সহ-সভাপতি মোঃ আব্দুল বাসেদ প্রধান, মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফ্ফর আহমেদ মানিক, ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনাব্বর হোসেন, ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র বর্ম্মন, বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা দু:খজনক। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ অদৃশ্য কারণে মামলাটি নথিভূক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এছাড়া এই ঘটনার সাথে যারা জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য যে, হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত শাহাজান সরকারের নেতৃত্বে অ্যাডভোকেট সোহরাব প্রধান, মামুন সরকার, শাহেরুল সহ প্রায় ৪০ জন সন্ত্রাসী গত ২৩ আগষ্ট রাতে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন।