ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের বসতঘর ভাংচুর, গ্রেফতার ১

0
545
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের বসতঘর ভাংচুর, গ্রেফতার ১

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় প্রতিপক্ষের বসতঘর ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে শরিষপুর গ্রামের নরেশ দাসের পুত্র নিপেশ দাস বাদী হয়ে একই গ্রামের গৌছ মিয়ার পুত্র আজিস উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-২৮) দায়ের করেন। রাতেই মামলার এজাহারভুক্ত আসামী গ্রামের শৈলেন দাসের পুত্র স্বপন দাস(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, নিপেশ দাসের সাথে আজিম উদ্দিন পক্ষের ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। গত বুধবার রাতে প্রতিপক্ষরা নিপেশ দাসের হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে। এসময় হামলায় নিপেশ দাসের স্ত্রী অঞ্জলী রানী দাস(৩২) আহত হয়। একইভাবে বৃহস্পতিবার সকালে নিপেশ দাসের বসতঘরে আবারো হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় হামলাকারীরা ঘরটি ভাংচরু করে ভুমির সাথে মিশিয়ে দেয়। এতে নিপেশ দাসের ৪০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here