শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0
499
শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুর আবু হানিফ :
শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্বর্ধনা ও পরিচিতি সভা বিপ্লব-লোপা স্কুল মাঠে আজ ২৯ আগষ্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল ও যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচিত করিয়ে দেন সংগঠনের সভাপতি জনাব মাহমুদুল হক রুবেল এমপি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রধান অতিথি ইমরান সালেহ প্রিন্স।

সভার শুরুতেই দলের অসুস্থ কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান সালেহ প্রিন্স বলেন, এ সরকার অবৈধ সরকার। জনগনের মধ্যে তাদের কোন সমর্থন নেই। তারা প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ভোটের আগের রাতে সিল মেরে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তাই সবসময় তারা খালেদা জিয়াকে ভয় পায়। এ জন্য তারা বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের হতে দিচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here