এসি লাগাতে গিয়ে রাজধানীতে ৭ তলা ভবন থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

0
492
এসি লাগাতে গিয়ে রাজধানীতে ৭ তলা ভবন থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

খবর৭১ঃ রাজধানীর মিরপুরে এয়ারকন্ডিশন (এসি) লাগানোর সময় ৭ম তলা থেকে পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি জেনারেল কোম্পানির টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার (২৯আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে।

মৃতের খালাতো ভাই মাইনুল হাওলাদার জানান, মিরপুর ১০ নম্বর সেকশনের মেডিনোভার একটি প্রতিষ্ঠানে ৭ম তলায় বাইরে দিয়ে এসির মেশিন ফিটিং কারার সময় নিচে পড়ে যান মিজানুর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ৭টায় মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। নিহত মিজানুর ঝালকাঠি সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি মুগদা এলাকায় থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here