ছাতকের চেচান সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসীদের পরিদর্শন ও আলোচনা সভা

0
800
ছাতকের চেচান সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসীদের পরিদর্শন ও আলোচনা সভা

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মরহুম হাজী সানুর আলী তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ও এনেক্স ইয়াং সোসাইটির সহযোগিতায় বেকার নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ মাস ব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণের উদ্যোগে নেয়া হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ খুরমা ইউনিয়ন কমপ্লেক্সের এ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাস্টের ইউকের একটি প্রতিনিধি দলের পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে এনেক্স ইয়াং সোসাইটির সভাপতি এম আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ইমাম উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মরহুম হাজী সানুর আলী তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি গোলাম আজম তালুকদার নেহার, ট্রেজারার কামরানুর রহমান তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, সমছুনুর তালুকদার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া তালুকদার বাদল, মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, আব্দুল আলীম, জয়ন্তী রানী দাশ, ক্বারী ইউসুফ উদ্দিন তালুকদার, প্রশিক্ষক কাউছার আহমদ চৌধুরী, এনেক্স ইয়াং সোসাইটির সেবুল আহমদ, মহিম উদ্দিন তালুকদার, সেলিম আহমদ, সাজ্জাদুর রহমান তালুকদার, সুজেল আহমদ ও রেজাউল করিম তালুকদার প্রমূখ। প্রশিক্ষণ কেন্দ্রের ৩৮জন বেকার গরীব ও অসহায় নারীকে প্রশিক্ষণ শেষে প্রতি প্রশিক্ষানার্থীদের মধ্যে ১টি করে সেলাই মেশিন ও প্রশিক্ষণ প্রাপ্ত সনদ পত্র প্রদান করা হবে কর্তৃপক্ষ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here