শাহজাদপুরে অনুমতি ছাড়াই লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে ১৩ হাজার টাকায় বিক্রি !

0
589
শাহজাদপুরে অনুমতি ছাড়াই লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে ১৩ হাজার টাকায় বিক্রি !

খবর৭১ঃ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে সরকারি রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের একটি রেইনট্রি গাছ কেটে স্থানীয় আশরাফ আলীর স-মিলে চেড়াই করার জন্য নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া গ্রামের মোঃ হাফেজ আলী মোল্লার ছেলে আব্দুর রশিদের বাড়ির পাশের হাই ওয়ে রাস্তা থেকে প্রায় ৬ ফিট প্রস্থের প্রায় লক্ষ টাকা মূল্যের পঁচিশ বছরের পুরাতন গাছ কেটে নিয়েছে আব্দুর রশিদের লোকজন। এবং ওই গাছ ১১ হাজার টাকা মূল্যে বিক্রয় করে দেয়া হয়েছে।

গাছ কাটার বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের স্ত্রী জানান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েই গাছ কেটে বিক্রি করে উক্ত টাকা উপজেলা চেয়ারম্যানের পুত্র অধ্যাপক মাহফুজুর রহমান মিলনের কাছে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হুসেইন খাঁন জানান, এ ব্যাপারে আমার কোন হস্তক্ষেপ নেই। তবে স্থানীয় ইউপি মেম্বরের মাধ্যমে গাছ কাটা হয়েছে বলে জানতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here