সৈয়দপুরে জেলা পরিষদের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

0
1095
সৈয়দপুরে জেলা পরিষদের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের হাত থেকে জেলা পরিষদের বরাদ্দ পাওয়া বসার বেঞ্চ গ্রহন করছেন অধ্যক্ষ রেজাউল করিম রেজা। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ বুধবার নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে ওইসব বেঞ্চ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা ওইসব বেঞ্চ গ্রহন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ারুল আলম শাহসহ অন্যান্য প্রতিষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বসার জন্য কামারপুকুর ডিগ্রী কলেজ, লক্ষণপুর স্কুল ও কলেজ, শ্বাষকান্দর সিনিয়র আলিম মাদ্রাসা এবং সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার প্রধানদের কাছে ১১ সেট করে বেঞ্চ হস্তান্তর করা হয়।  সংশ্লিষ্ট সূত্র জানায় নীলফামারী জেলা পরিষদের গত ২০১৮- ২০১৯ অর্থবছরের এডিপির বরাদ্দের আওতায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি (৮০সেট) বেঞ্চ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here