খবর৭১ঃ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানার আয়োজনে মঙ্গলবার থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু। সার্জেন্ট জেসি দাস এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন চৌরাস্তা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নন্দন মিয়া, মোটর শ্রমিক মো. আল আমিন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা হাইওয়ে রাস্তায় নিরাপদ যানবাহন চলাচলে থানা পুলিশকে সহযোগীতা করবেন বলে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে হাইওয়ে থানার ওসি মামুন হাইওয়ে সড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচলে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়া হাইওয়ে সড়কের দুপাশের ৩৩ ফুটের মাঝে কোন প্রকার বৈধ-অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং হাইওয়ে সড়কে পর্যায়ক্রমে ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞার বিষয়টি সকলকে অবহিত করে সার্বিক সহযোগীতা কামনা করেন। পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া বলেন, সরকারী আইন ও নিয়ম বাস্তবায়নে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।