খবর৭১ঃ
রাকিব হাসান পটুয়াখালী, প্রতিনিধিঃ পাওনা টাকা চাওয়ায় চুলের মুঠি ধরে কোদালের আছাড়ি (হাতল) দিয়ে বেধড়ক পেটানো হয়েছে স্বামী পরিত্যক্তা এক সন্তানের মা রীণা বেগমকে (৩০)। মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলা হয়। তখন মাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় আট বছরের শিশু মীমকেও মারধর করা হয়। এরা দু’জনেই কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
নীলগঞ্জের ছলিমপুর গ্রামে শনিবার (২৪ আগস্ট) দুপুরের পরে প্রকাশ্যে রাস্তায় এ নারকীয় কান্ড ঘটিয়েছেন পড়শি ঘর জামাইখ্যাত হানিফ হাওলাদার। স্বামী দুই বছর খোঁজ-খবর নেয়না রীণার। পৌরশহরের অন্যের বাড়ি-ঘরে ঝি’র কাজ করে সংসার চালান সে। এ দিয়ে একমাত্র কন্যা মীমকে ক্লাশ টুতে পড়ান। মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে এমন নির্দয় হামলার শিকার হন রীণা।
তার অভিযোগ, ধার দেয়া এক লাখ ১০ হাজার টাকা দুই বছরেও দেয়নি হানিফ হাওলাদার। এ টাকা অতিসম্প্রতি চায় সে। দেয় স্থানীয়দের কাছে নালিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে রীণার দাবি। অভিযুক্ত হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।