মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

0
462
মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিয়েছেন বাবা। পিতার অভিযোগের ভিত্তিতে ছেলেকে আট মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার ধামঘর গ্রামর এই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আসামী হলেন, উপজেলার ধামঘর গ্রামের চরু মিয়ার ছেলে ফারুক (৩০)। শুক্রবার (২৩শে আগস্ট) উপজেলার ধামঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে চরু মিয়া ও তার স্ত্রীকে মাদকাসক্ত ছেলে ফারুক মাদক কেনার টাকা না পেলে প্রতিনিয়ত তাদেরকে মারধর করত। এঘটনায় অতিষ্ঠ হয়ে বাবা চরু মিয়া মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদকাসক্ত ছেলে ফারুককে আটক করে রাত ১০টায় ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাস শুক্রবার রাতে আটককৃত মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আট মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামীকে শনিবার সকালে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here