১৪ মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলনে অচলোবস্থা বাউরা দাখিল মাদ্রাসা

0
541
১৪ মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলনে অচলোবস্থা বাউরা দাখিল মাদ্রাসা
ভারপ্রাপ্ত সুপারের অপসারনের দাবী মাদ্রাসায় তালা ঝুলিয়ে, ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীবৃন্দ। ছবিঃ কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি।

খবর৭১ঃ

কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি’র অপসারনের দাবী করছে ছাত্র,শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন। গত ১৪ মাস ধরে শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে অত্র মাদ্রাসার শিক্ষার অচলোবস্থা সৃষ্টি হয়েছে। এ খবর লেখার সময় পর্যন্ত অত্র মাদ্রাসায় ছাত্র/ছাত্রীদের আন্দোলন চলছিলো। জানাগেছে, শনিবার সকালে বাউরা দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অনিয়মের অভিযোগে এনে ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসির অপসারনের দাবীতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে,ক্লাস বর্জন করে। একই দাবীতে গত ১৪ মাস ধরে শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে অত্র মাদ্রাসার শিক্ষার অচলোবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ম্যানেজিং কমিটির ৮ জন সদস্য, শিক্ষক ও অভিভাবকগণ এ দাবীর সমর্থন দিয়ে জরুরী বৈঠকের মাধ্যমে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি ও ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেবের অপসারন করে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আনার দাবী জানান।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবু সাঈদ হামিদুজ্জামান, বিদ্যুৎসাহী সদস্য সফিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ছামিনা বেগম। পরিচালনা পর্ষদের ১২জন সদস্যের মধ্যে ৮জনই অনিয়মের কারণে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি ও ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেবের অপসারন দাবী করে। শিক্ষার্থী মোঃ তাজ উদ্দিন, মিলন হোসেন, মোঃ সিরাজ বলেন, ভারপ্রাপ্ত সুপার মাদ্রাসায় ক্লাস পরিচালনায় ব্যর্থ, ঠিকমত আমাদের ক্লাস হয় না। আগে বিকাল ৪টায় মাদ্রাসা ছুট হলেও এখন দুপুর ২টায় ছুটি হয়। অনতিবিলম্বে তাদের অপসারন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার দাবী করছি আমরা। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি বলেন, একটি কুচক্রি মহল বহিরাগত ছেলেদের দিয়ে মাদ্রাসা কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাদ্রাসার সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here