খবর৭১ঃ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় এবং কর্মস্থল থেকে বিদায় উপলক্ষে ধন্যবাদজ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাণীনগর থানা পুলিশ থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজনে করে। রাণীনগর থানার ওসি জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম)। এছাড়াও বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, এসআই শহিদুল ইসলাম, কন্সটেবল আব্দুছ ছালাম ও স্কুল ছাত্রী অর্পিতা রাণী প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীমহল পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।