ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা হেলপার নিহত; আহত-১১

0
491
ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা
ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা। ছবিঃ সোহেল পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহন নামে এক নৈশ্যকোচের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে নৈশ্য কোচটি নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নিহত হেলপারের নাম মো: ইউসুফ (৩৪)। তার বাড়ি চাঁদপুর জেলায়। ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁও গামী নৈশ্য কোচ তাজ পরিবহন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌছলে কোচটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১২ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here