মেয়েদের চুলে হাত দিতে সাবধান

0
812

খবর ৭১: গ্রামাঞ্চলে আদিকাল থেকে এই প্রথা চালু আছে যে, পুরুষদের মেয়েদের চুলে হাত দিতে নেই। এমনকি তারা আত্মীয় হলেও তা করা উচিৎ নয়! কিন্তু কেন? এবার সেই প্রশ্নের একটা সদুত্তর পেলেন বিজ্ঞানীরা।

সম্প্রতি বিজ্ঞানীরা এক গবেষণায় দেখান যে, মেয়দের চুলের গোড়ায় সেক্স গ্রন্থি থাকে। যার ফলে চুলে হাত দিলে বাঁ ধরলে তাদের শরীরে কামনা বাড়তে থাকে। যা মোটেই কাম্য নয়। অার এই জন্যই হয়তো প্রাচীনকাল থেকেই এই প্রথাটি এখনো সমাদৃত হয়ে আসছে।

সুতরাং এই প্রথার প্রয়োজনীয়তা নিশ্চয়ই সর্বকালের সমানভাবে গ্রহণীয়। আর তাই এখন থেকে মেয়েদের চুলে হাত দেওয়ার আগে একটু ভেবে নিবেন নিশ্চয়ই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here