রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাল্যবিবাহ অপরাধে বর নুর আলমকে ১বছর কারাদন্ড প্রদান করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। এছাড়া বরের মামা হায়দার কে ৫হাজার টাকা জরিমানা ও ইমাম এনামুলকে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিষয়খালী কয়ার গাছি আবাসন প্রকল্পে।
সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম জানান, বিষয়খালী কয়ার গাছি আবাসন প্রকল্পের হারুন অর রশিদ তার ১৩ বছর বয়সী মেয়ে শামিমাকে বাল্য বিয়ে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় বরকে ১বছর কারাদন্ড দেওয়া হয়। এছাড়া বরের মামা হায়দার কে ৫হাজার টাকা জরিমানা ও ইমাম এনামুলকে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন সদর থানার এস আই রফিক, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন।