মিজানুর রহমান মিলন
সৈয়দপুর থেকেঃ
২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি-জামাত জোটের মদদে আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে সৈয়দপুরে। গতকাল বুধবার রাতে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয়ে ওই কর্মসুচি পালন করা হয়। শহীদ তুলশীরাম সড়কস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহিন। সভায় বক্তারা বলেন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ চলাকালে বিএনপি-জামাতের মদদে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচতিত বোমা হামলা চালানো হয়। কিন্তু সেদিনের হামলায় ভাগ্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সমাবেশে উপস্থিত থাকা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান, জননেত্রীর দেহরক্ষীসহ অসংখ্যক নেতাকর্মী নিহত হন। বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন সে সময় তৎকালীন বিএনপি – জামাত জোট সরকার প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে লোক দেখানো একটি মামলা করে। সাজানো হয় জজ মিয়া নাটক। তারা অবিলম্বে মামলার পলাতক অন্যান্য আসামিকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানান। পরে বোমা হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দলের সকল স্তরের নেতাকর্মিরা।
এসব অনুষ্ঠানে আওয়ামীলীগ ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।