ছাত্রদলের দুই পদে ৭৫ জনের মনোনয়নপত্র জমা

0
626
ছাত্রদলের শীর্ষ দুই পদে ৭৫ জনের মনোনয়নপত্র জমা

খবর৭১ঃ উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নেতারা দলের মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়ন ফরম জমা দেন। গত ১৭ ও ১৮ আগস্ট দুই দিনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ১১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে উভয় পদের বিপরীতে মোট ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ২৭ জন সভাপতি এবং ৪৮ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

মঙ্গলবার সকাল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে উত্সবমুখর পরিবেশ তৈরি হয়। মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায় বিকাল তিনটার মধ্যেই সংশ্লিষ্টরা তা জমা দেন।

এ সময় ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here