খবর৭১ঃ
মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে ভালো হয়ে যাওয়ায় ৮১ রোগীকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হন। ডেঙ্গু সেলে তাদের চিকিৎসা চলছে। এ তথ্য নিশ্চত করেছে হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল।
সোমবার চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা (৪৫) নামে এক গৃহবধূ ডেঙ্গু রোগের কারণে মৃত্যুবরণ করেছেন। নিহতের সজন ফারুক আহমেদ জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়। তিনি গত সাতদিন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তবে মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ডেঙ্গু সেলে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।