একদিনের মাথায় সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের আরেক সদস্য গ্রেফতার

0
1292
একদিনের মাথায় সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের আরেক সদস্য গ্রেফতার
ট্রেনের টিকিট কালোবাজারি তুষার। মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে মাত্র একদিনের ব্যবধানে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের আরো এক সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে কালোবাজারির টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ওই কালোবাজারির নাম মো. মঈনুল ইসলাম ওরফে তুষার (৪০)। রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে,শহরের নয়াটোলা এলাকার মৃত. এ কে এম. মঈদুল ইসলামের এর ছেলে মো. মঈনুল ইসলাম তুষার গতকাল সোমবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ এলাকায় কালোবাজারির টিকিট বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক মো. মমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এসময় টিকিট বিক্রির সময় মঈনুল ইসলাম তুষারের কাছ থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১০টি আসনের ৪ টি টিকিট উদ্ধার করে। উদ্ধারকৃত এ সব টিকিটের যাত্রার তারিখ ছিল ১৯ আগস্ট। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, আটক মঈনুল ইসলাম তুষার ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের একজন সক্রিয় সদস্য। বেশ কিছুদিন আগে সে দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে স্টেশনে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রিকালে হাতেনাতে ধরা পড়েছিল। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে তুষারের বিরুদ্ধে মামলা হয়েছে। রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফিরোজুল ইসলাম জানান, আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট রাত ৯ টায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে আন্তঃনগর নীলসাগর ট্রেনের ১৫টি আসনের ৯ টি শোভন শ্রেণীর টিকিটসহ শ্রমিক মো. শামীমকে হাতেনাতে আটক করে জিআরপি সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here