বাসর ঘরে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

0
771
বাসর ঘরে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর৭১ঃ

ভোলায় মঙ্গলবার সকালে বাসর ঘর থেকে বরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বর মো. মনির (২৬) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

ভোলা থানার ওসি ছগির মিয়া জানান, খবর পেয়ে আমরা বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা এখনি বলা যাচ্ছে না। ভোলা থানার নারী পুলিশ মনিরের নববধূকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বিষয়টি তদন্তাধীন।

এলাকাবাসী জানান, মনিরের সঙ্গে শুক্রবার (১৬ আগস্ট) ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। ধুমধাম করে মেয়েকে সোমবার তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। রাতে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। কোনো এক সময় মনির ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here