বাংলাদেশি ছবিতে সানি লিওন!

0
1302
বাংলাদেশি ছবিতে সানি লিওন!

খনর৭১ঃ সানি লিওন, বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। ইন্টারনেটে যাকে সবথেকে বেশি খোঁজা হয়, সেই সানি লিওনকে এবার প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে দেখা যাবে। নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। এই নির্মাতা ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘বিক্ষোভ’ ছবির প্রযোজক ও নির্মাতা বর্তমানে মুম্বাই অবস্থান করছেন। সেখানে তারা সোমবার সানি লিওনের সঙ্গে মিটিং করে এই ছবির জন্য চূড়ান্ত করেছেন। একটি ভিডিও ক্লিপে সানি লিওনও তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন। ‘বিক্ষোভ’ ছবিতে সানি লিওন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকার রাজপথের সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মাণ হতে যাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here