সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে কুলি গ্রেফতার

0
560
সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে কুলি গ্রেফতার

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুর থেকে রেলপথের আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারীর মূল হোতা মোহাম্মদ শামীমকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত রোববার রাতে সৈয়দপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম শহরের হাতিখানা ক্যাম্পের শফিক মিয়ার পুত্র। সে সৈয়দপুর রেলস্টেশনে কুলির কাজ করতো। পুলিশ জানায়, দ্বিগুণ দামে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্ত হতে আটক করে কুলি শামীমকে। এ সময় তার কাছ থেকে আগামী ২১ আগস্ট তারিখের সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ৯টি টিকিট উদ্ধার করে। এছাড়াও টিকিট বিক্রির নগদ ৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করে পুলিশ। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক টিকিট কালোবাজারীর সত্যতা নিশ্চিত করে জানান, টিকিট কালোবাজারীর দায়ে আটক শামীম বিরুদ্ধে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here