খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে গত ১২ ঘন্টায় শহরের চৌমুহনী এলাকার পার্বতীপুর সড়ক রংপুর- -দিনাজপুর বাইপাস সড়কের গোলাহাট এলাকায় পৃথক ঘটনায় ট্রাক ও মটরসাইকেলের ধাক্কায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় অমূল্য চন্দ্র রায় (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়। এর আগে গত রোববার রাতে শহরের রংপুর- দিনাজপুর বাইপাস সড়কের গোলাহাট মোজার মোড় এলাকায় জোবেদা বেগম (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী ভগতপাড়া এলাকার মৃত রমেশ চন্দ্র রায়ের পুত্র অমুল্য চন্দ্র রায় (৪৫) জীবিকার তাগিদে ব্যাটারী চালিত রিক্সাভ্যান নিয়ে চৌমুহনী বাজারের দিকে আসছিল। এ সময় চৌমুহনী ব্রীজের সামনে এলে পেছন থেকে দ্রুত গামী একটি ট্রাক ( নং-সিলেট-ড-১১-১৭১১) তাকে ধাক্কা দিলে ব্রীজের রেলিংয়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন তা আটক করে।এ সময় ট্রাক চালক মশিউর রহমান (৩৫) পালিয়ে গেলেও ট্রাকের হেলপার সাহিবুল আলমকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাজারের উত্তেজিত মানুষজন সড়ক অবরোধ করে। ফলে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে দুই ঘন্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত রোববার রাতে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের গোলাহাট মোজার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেল বৃদ্ধা জোবেদা বেগমকে (৫০) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বৃদ্ধাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা শহরের কয়া গোলাহাট এলাকার দক্ষিণ পাড়ার মৃত আজিজার রহমানের স্ত্রী। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।