খবর৭১ঃ রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। জানা যায়, রাজস্থলী সেনা ক্যাম্প থেকে চার কিলোমিটার দূরে পোয়াইতুখুম নামক স্থানে রবিবার সকালে সেনাবাহিনীর নিয়মিত টহল টিমের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
গুলিবর্ষণের পর সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। এ সময় নাসিম (১৯) নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে পোয়াইতুখুমে সেনাটহল জোরদার করা হয়েছে।