আবারও বাড়ল স্বর্ণের দাম

0
1226
আবারও বাড়ল স্বর্ণের দাম

খবর৭১ঃ চলতি আগস্ট মাসে দ্বিতীয়বার দাম বৃদ্ধির ১০ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৮৭৫ টাকা)।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৩ হাজার ৩৬৩ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা)। আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ২৪৫ টাকা)। এর আগে এ মানের স্বর্ণের দাম পড়তো ৪৮ হাজার ৩৪৭ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২৯ হাজার ১৬০ টাকা। যা এর আগে ছিলো ২৭ হাজার ৯৯৩ টাকা। এর আগে গত ৬ ও ৮ আগস্ট দুই দফায় অলংকার তৈরির এই ধাতুর দাম বাড়ানো হয়। এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও কিছুটা কমানো হয়েছে রুপার দাম। প্রতি ভরি রুপার দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে কমে হয়েছে ৯৩৩ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here