মাধবপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত ডাকাত এরশাদ সিলেট থেকে গ্রেপ্তার

0
470
মাধবপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত ডাকাত এরশাদ সিলেট থেকে গ্রেপ্তার
ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্ধর্ষ ডাকাত উপসচিব আশরাফুল রহমান নোমান ও ইমরুল মহসিনের ছোটভাই টিপু হত্যার মুলহোতা মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী এরশাদ আলী(৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই কামাল হোসেনসহ একদল পুলিশ শনিবার রাত ৯ টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করে। এরশাদ উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি চুরি ধর্ষণ ও খুনের মামলা রয়েছে। পুলিশ জানায়, এরশাদ আলী ২০১১ সালে উপজেলার মনতলা মেরাশানি গ্রামে তৎকালীন সিনিয়র সহকারি সচিব আশরাফুল রহমান নোমান, ও সিনিয়র সহকারি সচিব ইমরুল মহসিনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাদের ভাই ব্যবসায়ী টিপু বাঁধা দিলে দুর্বত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার তার স্ত্রী মামলা করলে বিচারক এরশাদকে মৃত্যুদন্ডাদেশ দেন। এরপর থেকেই এরশাদ আত্মগোপনে চলে যায়। কিন্তু তার অপরাধ কর্মকান্ড থেমে থাকেনি। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এরশাদ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here