খবর৭১ঃ
কুমিল্লার লালমাইতে যাত্রীবাহী বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন কিশোরও রয়েছে। আজ রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাগমারার গামতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থতে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে অতিক্রম করছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে, আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো দুইজন। নিহতদের মধ্যে দুই নারী ও এক কিশোর রয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।