ফিরতি ট্রেনেও শিডিউল বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা

0
802
ফিরতি ট্রেনেও শিডিউল বিপর্যয়
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

এবারের ঈদ যাত্রায় উত্তরাঞ্চলগামী প্রায় সকল ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চল থেকে ট্রেন যাত্রীদের ঢাকায় যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

ঈদের আগে এই ট্রেনের সিডিউল বিপর্যয় ফিরতি প্রায় সব ট্রেনই কাটিয়ে উঠতে পারেনি। স্টেশনে বসে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় প্রহর গুনছেন যাত্রীরা।

জানা গেছে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাত ৪টায় এবং শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

রাজশাহী স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকা বা আশপাশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য যে সকল ট্রেন যাতায়াত করে, তার সবকটি ট্রেন পড়েছে শিডিউল বিপর্যয়ের মধ্যে। এসব ট্রেনের মধ্যে শুধুমাত্র বনলতা এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে ধূমকেতু থেকে শুরু করে শুক্রবার সকালের সিল্কসিটি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেসও ছাড়তে পারেনি সময় মত।

এ বিষয়ে জানতে রাজশাহী ট্রেন স্টেশন ম্যানেজার আব্দুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here