রাসেল ডোমিঙ্গোই টাইগারদের প্রধান কোচ

0
641
রাসেল ডোমিঙ্গোই টাইগারদের প্রধান কোচ

খবর৭১ঃ

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ পড়েছিল চন্ডিকা হাথুরুসিংহের দিকে কিন্তু বিসিবির চোখ কার দিকে ছিলো? এই প্রশ্নের উত্তর মিলল আজ শনিবার। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশর প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর নাম ঘোষণা করেন।

দুই বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন রাসেল ডমিঙ্গো। এর আগে রাসেল ডোমিঙ্গো ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

যতো সময় গড়িয়েছে, সংক্ষিপ্ত তালিকা ততই ‘সংক্ষিপ্ত’ হয়েছে। শেষ পর্যন্ত প্রার্থী ছিলেন আসলে দুজন; নিউজিল্যান্ডের মাইক হেসন আর দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকাদের মধ্যে কেবল ডোমিঙ্গোই ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন। বাকিদের মধ্যে মাইক হেসন, মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলি কনফারেন্সে কথা হয়েছে বিসিবির। পরে ডোমিঙ্গোকেই কোচ হিসেবে পছন্দ করেছে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here