মিরপুরে আগুনঃ সূত্রপাত খুঁজতে তদন্ত কমিটি

0
537
মিরপুরে আগুনঃ সূত্রপাত খুঁজতে তদন্ত কমিটি

খবর৭১ঃ মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর কমিটির পুরো ফর্মেশন ঠিক করা হবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে তদন্তের পর।

শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার একথা বলেন।
তিনি বলেন, ৭টা ২২ মিনিটে আগুন লাগে। ৭টা ২৮ মিনিটথেকেফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নির্বাপণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে।

‘এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য উৎসুক জনতার ভিড় সবচেয়ে বড় বাধা।’

তিনি আরও বলেন, পানি সংকট রয়েছে। গাড়ি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারেনি। ওয়াসা-সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছি।

প্রসঙ্গত, ফায়ার সাভির্সের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here