হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, র্যালী, মিলাদ, বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুরাইয়া ছিচরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মিলনায়তনে জামাল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষিকা শেলী রাণী দাস, শাহিনা আক্তার, সাকী আক্তার, অভিভাবক সদস্য শেখ আবু সিরিয়ান, মন্তাজ আলী,আব্দুল মমিন,ফজেজুল হক প্রমুখ।