রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত, নিহত ৮

0
691
রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত, নিহত ৮

কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ভারতীয় সেনা ও তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ডনের

তবে, তিন পাকিস্তানি নিহতের বিষয়টি নিশ্চিত করলেও ৫ ভারতীয় সেনা নিহতের বিষয়ে পাকিস্তানের দাবি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, নিহত পাকিস্তানি সেনাদের পরিচয় প্রকাশ করেছে দ্য ডন। তারা হলেন নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান। টুইট বার্তায় আসিফ গফুর জানান, জম্মু-কাশ্মীর পরিস্থিতি অন্য দিকে নিতে ভারতীয় সেনাবাহিনী উসকানিমূলকভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছোড়ে।

এতে আমাদের তিন পাকিস্তানি সেনা শাহাদত বরণ করেছেন। এ ঘটনার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের ৫ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। এ ছাড়া একাধিক বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছে।এ ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলেও টুইট বার্তায় উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here