বঙ্গবন্ধুর মত মানুষের মৃত্যু হয় না: অর্থমন্ত্রী

0
612
বঙ্গবন্ধুর মত মানুষের মৃত্যু হয় না: অর্থমন্ত্রী

খবর৭১ঃ অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মানুষ যারা তারা পৃথিবীতে একবার জন্ম নেন, তাদের মৃত্যু হয় না। জাতির পিতা একটি নাম ও বিশ্বাস। বিশ্বাসের যেমন মৃত্যু নেই, ঠিক তেমনি বঙ্গবন্ধুরও মৃত্যু নেই। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের মাঝে তিনি বেঁচে আছেন এবং থাকবেন।

তিনি আমাদের সকল কাজের অনুপ্রেরণার উৎস। আমরা সৌভাগ্যবান, জাতির পিতার হাত ধরে পেয়েছি বঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখেছিলেন এই দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন এবং পৃথিবীর মানচিত্রে অনেক উচ্চতায় নিয়ে যাবেন।

সেই একই কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। তিনি আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করেন আরও সুন্দর করে পরিকল্পনা করা জন্য, এই দেশের মানুষের জন্য। দেশের মানুষ যারা এখনও পিছিয়ে আছেন, তাদেরকে অতি অল্পসময়ের মাঝে অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রামঘাটলায় দক্ষিণ জেলা অফিসে এ সভার আয়োজন করা হয়।

বর্তমান তরুণ প্রজন্মকে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বপ্নের দেশ। অনেক রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। তোমরা সব সময় বিশ্বাস করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের মাঝে ছিলেন এবং তিনি থাকবেন। যারাই এই বিশ্বাসটি পালন করবে, তারাই সফল হবে। জাতির পিতা একটি দেশ, একটি স্বাধীনতা এবং একটি স্বপ্ন। তোমরা তরুণরা আছো বলেই আমরা এখনও বেঁচে আছি। আমি কুমিল্লা লালমাই উপজেলার দুতিয়াপুরের মুস্তফা কামাল টিউশনি করে দেশের অর্থমন্ত্রী হতে পারলে, তোমরা তরুণরা কেন পারবে না? তোমাদের লক্ষ্য থাকতে হবে বড় মানুষ হওয়ার জন্য।

ডেঙ্গু নিয়ে অর্থমন্ত্রী বলেন, চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে আমি সংসদে গিয়ে অর্থমন্ত্রীর বাজেট পেশ করতে পারিনি। এরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। সকলের দোয়ায় আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমি দোয়া করি পৃথিবীর কোথাও কোন মানুষ যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট না পায়। আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুঝেছি, কত কষ্ট।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সাবেক আইনমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here