খবর৭১ঃ
তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ডাবিং করা বিদেশি সিরিয়াল, অনুষ্ঠান বা চলচ্চিত্র সম্প্রচার করতে পারবে না দেশের কোনো টেলিভিশন চ্যানেল।
অনুমতি ছাড়া বিদেশি অনুষ্ঠান সম্প্রচার আইন বহির্ভূত হবে বলে উল্লেখ করা হয়েছে সরকারের তথ্য বিবরণীতে। গতকাল বুধবার এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে তথ্য মন্ত্রণালয়।
তথ্য বিবরণীতে বেসরকারি চ্যানেলে সিনেমা সম্প্রচারে রপ্তানি নীতি ২০১৮–২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ও সেন্সরশিপ ফিল্ম অ্যাক্ট অনুসারে সেন্সর সনদের নেয়ার বাধ্যবাধকতার কথা বলা হয়।