স্বামী-স্ত্রীর একসাথে বিষপান

0
881
স্বামী-স্ত্রীর একসাথে বিষপান

খবর৭১ঃ

মেহেরপুর আমঝুপি নিলকুঠিতে স্বামী-স্ত্রী একসাথে বিষপানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে আমঝুপি নীলকুঠিরে কাজলা নদীর পারে স্বামী জুম্মন ও তার স্ত্রী প্রিয়া বিষপান করে মুমূর্ষ আবস্থায় পড়ে ছিল।

পরে স্থানীয়রা নদীর ধারে তাদের পড়ে থাকতে দেখে। এলাকাবাসী তাদের মৃত মনে করে। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে। জুম্মান মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার আকবরের ছেলে। অপরদিকে, পিয়া একই এলাকার খোকনের মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদের বিষ উঠানো হয়েছে। তবে তাদের অবস্থা আশংকাজনক। একটা দিন পার না হলে তারা আশংকামুক্ত কিনা বলা যাবে না।

এদিকে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়া জুম্মানের ২য় স্ত্রী। প্রিয়াকে বিয়ে করার পর থেকে পারিবারিক কলহ চলছিলো। এ কলহের জের ধরে মঙ্গলবার তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আমঝুপি নলি কুঠি থেকে তাদের মুমূর্ষ আবস্থায় উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here