শেরপুরে ছুটিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজিবি জোয়ানের মৃত্যু

0
447
বিদ্যুৎস্পৃষ্ট

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুর জেলা শহরের চাপাতলীতে ভাড়া বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছুটিতে আসা বিজিবির সদস্য রবিউল করিম (৩২) মারা গেছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাগেছে, শেরপুর সদর উপজেলার ডুবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ৭ বিজিবির বাজুছড়া খাগড়াছরিতে চাকুরি করে আসছিল। তার স্ত্রী জেলা শহরের চাপাতলীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার স্ত্রীর গর্ভের একটি ছেলে সন্তান গত ১৭দিন আগে জন্ম নেয়। এ জন্য সে ২২ জুলাই এক মাসের ছুটিতে বাসায় আসে। আজ দুপুরে তার বাসায় ঈদ উপলে আত্মীয়দের দাওয়াত দিয়েছিল। এ জন্য একটি ফ্যানের লাইন খারাপ হওয়ায় তা ঠিক করতে গিয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হয় রবিউলের। পেরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আজ বিকেলে এ ঘটনার নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপ। নিহত রবিউলের ভগ্নিপতি আব্দুল মোতালেব জানান, রবিউল ফ্যানের সুইস দিতে গিয়ে তার মৃত্যু হয়েছে। শেরপুর জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ডা: হেলেনা জানান, তাকে হাসপাতালে আনা হলে আমরা মৃত অবস্থায় পাই। ঘটনার যাচাই করতে বিকেলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন নিহত রবিউলের ভাড়া বাসায় আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here