মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

0
508
মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরসংবর্ধনা
ছবিঃ মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ‘মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট’ এর উদ্যোগে ৮০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ৬ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, মুক্তিযোদ্ধা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আবুল কালাম, সাবেক ব্যাংকার বীরেন্দ্র সূত্রধর, বাংলাদেশ ব্যাংকের সিলেটের জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আতিকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস সোহেল, সমাজসেবক মো. মাহবুবুর রহমান, শিক্ষক জগদীশ চন্দ্র দেব নাথ, মোজাম্মেল হায়দার, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সিলেট ইউনিভার্সাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কুদরতে এলাহী পুনাম, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র চন্দ্র বিশ্বাস সমর, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here