ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
693
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে পরে ডুবে গিয়ে দ্বিতীয় শ্রেণি এক স্কুল ছাত্রের মৃতু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের সদর থানা যুবলীগের সহ-সম্পাদক সাদ্দাম হোসেন এর একমাত্র ছেলে পুকুরের পানিতে ডুবে আল শাহরিয়ার আলোক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, দুপুরের শাহরিয়ার ও তার চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পারে কদম ফুল কুরোতে গেলে শাহরিয়ার আলোক পুকুরের পানিতে পরে যায়। পরে তার চাচাতো বোন বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন শাহরিয়ারকে উদ্ধার করে হাপাতালে নিলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল শাহরিয়ার আলোক শহরের সোনালী শৈশব স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
আল শাহরিয়ার আলোক শহরের সোনালী শৈশব স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। এদিকে সাদ্দাম হোসেনের প্রথম সন্তানের অনাকাঙ্খিত মৃত্যুতে পরিবারে শোকে ছায়া নেমে এসেছে। কিছুতেই আল শাহরিয়ার আলোক এর এই মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও স্বজনেরা। সর্বস্তরে মানুষ বিকেলে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে যান।

মাগরিবের নামাজের পরে আল শাহরিয়া আলোকের লাশ তার পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here