ডেঙ্গু জ্বরে খুলনায় যুবকের মৃত্যু

0
498
ডেঙ্গু জ্বরে খুলনায় যুবকের মৃত্যু

খবর৭১ঃ

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রাসেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঈদের দিন বিকালে তিনি মারা যান।

রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। রাসেল ঢাকার রমনা পার্কে ক্লিনারের কাজ করতেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, রাসেল ডেঙ্গু জ্বর নিয়ে সম্প্রতি গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ১১ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট সোমবার বিকেলে তিনি মারা যান।

এদিকে খুলনার সিভিল সার্জন ডাক্তার এ এস এম আব্দুর রাজ্জাক জানান, খুলনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন। এই ১৪২ জন এর মধ্যে নতুন রোগী ১৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন বৃদ্ধাসহ মারা গেছেন ৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here